+88 02334403095, +88 01330419162

Comilla Chamber At A Glance

কুমিল্লা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয় অনুমোদিত একটি বৈধ বাণিজ্য সংগঠন। এটি একটি “A Class” চেম্বার। এ প্রতিষ্ঠান গঠনের উদ্দেশ্য হচ্ছে মূলত সকল প্রকার ব্যবসায়ীগণের অবস্থার উন্নতি বিধানের জন্য সার্বিক কর্মকান্ড পরিচালনা করা। এছাড়াও কুমিল্লা চেম্বার দেশে শিল্পায়নের গতিকে বৃদ্ধি করার জন্য সরকারের কাছে প্রস্তাবনা পেশ করে ব্যবসা বাণিজ্যের উন্নতি বিধান করে যাতে করে দেশের বেকার সমস্যার সমাধান হয় এবং দেশে বৈদেশিক মুদ্রা অর্জনের গতি তরান্বিত হয়। এ প্রতিষ্ঠানের নির্বাচিত প্রতিনিধিগণ জেলার বিভিন্ন প্রশাসনিক কর্মকান্ডে নিয়মিতভাবে অংশগ্রহণ করে সামাজিক ও প্রাতিষ্ঠানিক কর্মকান্ডে অবদান রাখেন। এ প্রতিষ্ঠানের সদস্যগণকে প্রাথমিক সদস্যপদের সার্টিফিকেট দেওয়া হয়ে থাকে। সরকারের বিধি অনুযায়ী এখানে নিয়মিতভাবে নির্বাচন অনুষ্ঠান করে ০১ জন সভাপতি ও ০২ জন সহ-সভাপতি সহ সর্বমোট ১৫ জন কার্য্যনির্বাহী কমিটি সরাসরি সদস্যগণের ভোটে নির্বাচিত হয়ে থাকেন। এ সংস্থার সকল কার্য্যক্রম বাণিজ্যমন্ত্রণালয় অনুমোদিত সংঘবিধি অনুযায়ী পরিচালিত হয়ে থাকে। ব্যবসা বাণিজ্যের উন্নতি বিধানের জন্য এবং সদস্যগণকে প্রশিক্ষিত করে গড়ে তোলার জন্য এখানে সেমিনার, ট্রেনিং ইত্যাদি নিয়মিতভাবে আয়োজিত হয়ে থাকে।


Economy for Comilla

The city is the commercial hub for the surrounding districts. The city centre has number of government and private banks, insurance companies, residential hotels, Chinese and Indian restaurants, fast food, sweet shops, gift shop and many more. It is one of the most important economic zones in Bangladesh, because of its global positioning.


কুমিল্লা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয় অনুমোদিত একটি বৈধ বাণিজ্য সংগঠন। এটি একটি “A Class” চেম্বার। এ প্রতিষ্ঠান গঠনের উদ্দেশ্য হচ্ছে মূলত সকল প্রকার ব্যবসায়ীগণের অবস্থার উন্নতি বিধানের জন্য সার্বিক কর্মকান্ড পরিচালনা করা। এছাড়াও কুমিল্লা চেম্বার দেশে শিল্পায়নের গতিকে বৃদ্ধি করার জন্য সরকারের কাছে প্রস্তাবনা পেশ করে ব্যবসা বাণিজ্যের উন্নতি বিধান করে যাতে করে দেশের বেকার সমস্যার সমাধান হয় এবং দেশে বৈদেশিক মুদ্রা অর্জনের গতি তরান্বিত হয়। এ প্রতিষ্ঠানের নির্বাচিত প্রতিনিধিগণ জেলার বিভিন্ন প্রশাসনিক কর্মকান্ডে নিয়মিতভাবে অংশগ্রহণ করে সামাজিক ও প্রাতিষ্ঠানিক কর্মকান্ডে অবদান রাখেন। এ প্রতিষ্ঠানের সদস্যগণকে প্রাথমিক সদস্যপদের সার্টিফিকেট দেওয়া হয়ে থাকে। সরকারের বিধি অনুযায়ী এখানে নিয়মিতভাবে নির্বাচন অনুষ্ঠান করে ০১ জন সভাপতি ও ০২ জন সহ-সভাপতি সহ সর্বমোট ১৫ জন কার্য্যনির্বাহী কমিটি সরাসরি সদস্যগণের ভোটে নির্বাচিত হয়ে থাকেন। এ সংস্থার সকল কার্য্যক্রম বাণিজ্যমন্ত্রণালয় অনুমোদিত সংঘবিধি অনুযায়ী পরিচালিত হয়ে থাকে। ব্যবসা বাণিজ্যের উন্নতি বিধানের জন্য এবং সদস্যগণকে প্রশিক্ষিত করে গড়ে তোলার জন্য এখানে সেমিনার, ট্রেনিং ইত্যাদি নিয়মিতভাবে আয়োজিত হয়ে থাকে।

Top